Lyrics has been copied to clipboard!
Song Name : Aro Ekbar ( আরও একবার )
Singer - Lyricist : Rupam Islam ( রূপম ইসলাম )
Band : FOSSILS ( ফ সি ল্ স )
Album : Fossils ( 2002 )
Aro Ekbar Lyrics FOSSILS - Rupam Islam in Bengali :—
এতটা পথ পেরিয়ে,
এসেছি তবু দু'জনে,
যেন হয়ে গেছি আরো অচেনা...(x2)
স্বপ্নেরা তবু খুঁজে যায়,
জীবনের শেষ সীমানায়-
আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা ..
আরও একবার চলো ফিরে যাই,
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই,
আকাশের হাতছানিতে সাড়া দিই–
কি হবে না ভেবে...
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ ,
আজও আমাদের ইচ্ছেগুলো এক,
আমি জানি তুই আবার হারাবি-
নিজেকে, নিজেকে...
আরও একবার রাজি আমি,
আমি রাজি ঝুঁকি নিতে,
তোর চোখে উঁকি দিতে,
সম্মোহনের আমন্ত্রনে... (x2)
বেশি কথা থাক বলোনা,
ঠেকে শেখা গেছে চলনা,
পরিবর্তন এলোনা তবু মনে...
ইয়ে...
স্বপ্নেরা তবু খুঁজে যায়,
জীবনের শেষ সীমানায়,
আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা...
আরও একবার চলো ফিরে যাই,
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই,
আকাশের হাতছানিতে সাড়া দিই,
কি হবে না ভেবে...
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ,
আজও আমাদের ইচ্ছেগুলো এক,
আমি জানি তুই আবার হারাবি,
নিজেকে, নিজেকে...
Listen Aro Ekbar ( আরও একবার ) on Spotify...