Lyrics has been copied to clipboard!
Ei Ekla Ghor Amar Desh Lyrics by Rupam Islam:
Ekla Ghor Lyrics by Rupam Islam from Fosslis Bangla band Ei Ekla Ghor Amar Desh Bengali Lyrics written by Rupam Islam.
Band Name: Fosslis Bangla Band
Song: Ekla Ghor (একলা ঘর)
Singer/Composer: Rupam Islam
Band Members:
Deep: guitar, backing vocals
Allan Ao: guitar, backing vocals
Chandramouli: bass, backing vocals
Tanmoy: drums, percussion
The Lyrics
এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায় (x2)
না না কাঁদছি না..
তোমায় ভাবছি না..
মনে পড়ছে না তোমাকেই..
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
সেই ক্ষতিতেই
বন্ধুদের ভিড়েও একলা একলা আমি
খুঁজে ফিরি লক্ষ্য আমার
পাল্টাচ্ছে না এই অবস্থাটা
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলেছি আবার
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি
নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় (x2)
না না যাচ্ছি না..
কোথাও যাচ্ছি না..
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকেই..
সেই তোমাকেই...
না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকেই
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকেই
সেই তোমাকেই, তোমাকেই
সেই তোমাকেই..