Ads
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Recently Lyrics Updated

 Ei Ekla Ghor Amar Desh Lyrics by Rupam Islam:



Ekla Ghor Lyrics by Rupam Islam from Fosslis Bangla band Ei Ekla Ghor Amar Desh Bengali Lyrics written by Rupam Islam.

Band Name: Fosslis Bangla Band

Song: Ekla Ghor (একলা ঘর)

Singer/Composer: Rupam Islam


Band Members:

Deep: guitar, backing vocals

Allan Ao: guitar, backing vocals

Chandramouli: bass, backing vocals

Tanmoy: drums, percussion

The Lyrics 

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায় (x2)


না না কাঁদছি না..

তোমায় ভাবছি না..

মনে পড়ছে না তোমাকেই..

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই

সেই ক্ষতিতেই

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় (x2)


না না যাচ্ছি না..

কোথাও যাচ্ছি না..

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই..

সেই তোমাকেই...


না না কাঁদছি না

তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই


না না যাচ্ছি না

কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই

সেই তোমাকেই, তোমাকেই

সেই তোমাকেই..

 Aro Ekbar Cholo Fire Jai Lyrics with cords In Bengali by Rupam Islam from Fossils bangla band album. A beautiful song sung by Rupam Islam.

ARO AKBAR CORDS

Song - Aro Ekbar Cholo Fire Jai (আরো একবার চলো ফিরে যাই)

Singer - Rupam Islam

Album - Fossils (2002)

Deep - guitar, backing vocals And composer

Allan Ao - guitar, backing vocals

Chandra - bass, backing vocals

Snehasish And Tanmoy - drums, percussion

STRUMING PARTEN ( 4/4 ) D D UU Dd



Aro Ekbar Cholo Fire Jai Lyrics In Bengali:

Em.                         G

এতটা পথ পেরিয়ে এসেছি

 তবু দু'জনে

   A                          

যেনো হয়ে গেছি আরো

C          D

অচেনা অচেনা (x2)

Em     

  স্বপ্নেরা তবু খুজে যায়,

G

   জীবনের শেষ সীমানায়   

A

   আছে কি রাখা বাঁচার 

C.             D.              Em

ঠিকানা, ঠিকানা ..


Em  

আরো একবার চলো ফিরে যাই,

G

  পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

A.                                    C

   আকাশের হাতছানিতে সাড়া দিই

D

কি হবে না ভেবে।


Em

আরো একবার হাতটা ছুঁয়ে দেখ ,

G

   আজও আমাদের ইচ্ছেগুলো এক

A

    আমি জানি তুই আবার 

C

হারাবি

D

নিজেকে, নিজেকে ..


Em G A C+D


E

আরো একবার রাজি আমি,

G

আমি রাজি ঝুঁকি নিতে

A

তোর চোখে উঁকি দিতে

  C.                 D

সম্মোহনের আমন্ত্রনে (x2)


D

   বেশি কথা থাক বলোনা,

C

   ঠেকে শেখা গেছে চলনা

Am.                                 B

  পরিবর্তন এলোনা তবু মনে ..

ইয়ে ..


Em

স্বপ্নেরা তবু খুজে যায়

G

 জীবনের শেষ সীমানায়

A

 আছে কি রাখা বাঁচার 

C.             D

   ঠিকানা,    ঠিকানা..


Em 

আরো একবার চলো ফিরে যাই,

G

  পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

A.                                    C

  আকাশের হাতছানিতে সাড়া দিই

      D

কি হবে না ভেবে।


E

আরো একবার হাতটা ছুঁয়ে দেখ,

G

  আজও আমাদের ইচ্ছেগুলো এক

A

  আমি জানি তুই আবার 

C

হারাবি

D

 নিজেকে, নিজেকে ..

Em G A C+D

Song Name : Aro Ekbar ( আরও একবার )

Singer - Lyricist : Rupam Islam ( রূপম ইসলাম )

Band : FOSSILS ( ফ সি ল্ স )

Album : Fossils ( 2002 )


Aro Ekbar Lyrics FOSSILS - Rupam Islam in Bengali :—


এতটা পথ পেরিয়ে, 

এসেছি তবু দু'জনে,

যেন হয়ে গেছি আরো অচেনা...(x2)

স্বপ্নেরা তবু খুঁজে যায়,

জীবনের শেষ সীমানায়-

আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা ..


আরও একবার চলো ফিরে যাই,

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই,

আকাশের হাতছানিতে সাড়া দিই–

কি হবে না ভেবে...


আরও একবার হাতটা ছুঁয়ে দেখ ,

আজও আমাদের ইচ্ছেগুলো এক,

আমি জানি তুই আবার হারাবি-

নিজেকে, নিজেকে...


আরও একবার রাজি আমি,

আমি রাজি ঝুঁকি নিতে,

তোর চোখে উঁকি দিতে,

সম্মোহনের আমন্ত্রনে... (x2)

বেশি কথা থাক বলোনা,

ঠেকে শেখা গেছে চলনা,

পরিবর্তন এলোনা তবু মনে...

ইয়ে...


স্বপ্নেরা তবু খুঁজে যায়,

জীবনের শেষ সীমানায়,

আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা...


আরও একবার চলো ফিরে যাই,

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই,

আকাশের হাতছানিতে সাড়া দিই,

কি হবে না ভেবে...


আরও একবার হাতটা ছুঁয়ে দেখ,

আজও আমাদের ইচ্ছেগুলো এক,

আমি জানি তুই আবার হারাবি,

নিজেকে, নিজেকে...


Listen Aro Ekbar ( আরও একবার ) on Spotify...